অবতক খবর,১৭ ডিসেম্বর,ইসলামপুর:আর কিছুদিন পর ২৫ শে ডিসেম্বর বড়দিন ,খুশির দিন‌ সেই দিনকে আনন্দ করে তুলতে নিষিদ্ধ পল্লীর মানুষদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় চম্পাবাগ এলাকায়।

লাভ অ্যান্ড হোপ এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রতি বছরই ইসলামপুরের চম্পা বাগ এলাকায় ২৫শে ডিসেম্বর বড়দিন কে সামনে রেখে সেখানকার অধিবাসীদের নিয়ে সারাদিন ব্যাপী নাচ ,গান ও বিভিন্ন অনুষ্ঠান করাহয় এবং তাদের উপহার প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল ইসলামপুর থানার আইসি
হীরক বিশ্বাস, কাউন্সিলর হাজী শরীফ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসে সংস্থার কর্মকর্তারা।
পৌরসভার চেয়ারম্যান কানাইয়া আগরওয়াল বলেন আর কিছুদিন পরেই বড়দিন সেই বড়দিন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ধর্ম যার যার উৎসব সবার।

তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কিছুদিন আগে পান্জিপারাতে এরকমই কর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাদের যে অনেক শুভেচ্ছা। তিনি অধিবাসীদের উদ্দেশ্যে বলেন অসুবিধা হলে আমরা আমার সঙ্গে যোগাযোগ করবেন।
ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস বলেন লাভ এন্ড হোপ প্রতিবছরই এই কর্মকাণ্ড করে তার জন্য তাদের শুভেচ্ছা ও বড়দিনের শুভেচ্ছা।