অবতক খবর,১৭ মার্চ: হ্যাঁ ঠিক আমরা ইন্ডিয়া জটে আছি কিন্তু এখানকার যে প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি ইন্ডিয়া জোট মানেন না।
মুখ্যমন্ত্রী মমতা পাধ্যায় কে যে ভাষায় বিজেপি আক্রমণ করে সেই ভাষায় আক্রমণ করে।
“যদি সত্যি কারের বিজেপির দালাল কেউ থাকে তার নাম অধীর চৌধুরী।”
সে দালালি করছে বিজেপি র।
ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে বেড়াচ্ছে আর এখানে এসে বিজেপির হাত শক্ত করছে।
এতই যদি ক্ষমতা থাকে আপনি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছেন যে, আমার বিরুদ্ধে দাঁড়িয়ে জিতে দেখাক
তাহলে একটা এমএলএ কেন বার করতে পারলেন না। তারমানে ডাল মে কুচ কালা হে
ভেতর ভেতর কিছু গটাপ আছে।
আর এটা মাইকে বলতে পারব না বিরোধী দলনেতা যা বলেন, আপনিও তো তাই বলেন, বিরোধী দল নেতার সাথে আমি জানিনা সত্যি কিনা আমি শুনেছি নাকি রাত্রে ফোনে ফোনে কথা হয়
এই যদি আপনাদের বিরধিতা থাকে
যে তৃণমূলের বিরোধিতা করবো মমতা ব্যানার্জির বিরোধিতা করবো
অভিষেক ব্যানার্জির বিরোধিতা করবো তাহলে এখানে আপনাদের সাথে জোট কিভাবে হবে।
তাহলে আপনাকে কি করে আমরা ছেড়ে দেবো।
তার কারণ বিজেপিকে শুধু মারলে চলবে না বিজেপিকে শেষ করতেই হবে বাংলা থেকে আর বিজেপি দালাল যারা আছে তাদেরও শেষ করতে হবে।