অবতক খবর,মালদা,২৮ আগস্টঃ নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই ম্যাজিক ভ্যান উল্টিয়ে জখম হলো বেশ কিছু যাত্রী। আহতদের মধ্যে তিনজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ভর্তি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সোমবার এই পথ দুর্ঘটনাটি ঘটেছে গাজোল থানা বাবুপুর এলাকার রাজ্য সড়কে। ঘটনার পর ওই এলাকায় পৌঁছায় গাজোল থানার পুলিশ। পরে পুলিশী হস্তক্ষেপে রাস্তার ধারে পড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, যাত্রী বোঝাই ওই ম্যাজিক ভ্যানটি দ্রুতগতিতে গাজোল স্ট্যান্ডের দিকে আসছিল। সেই সময়ই হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে উল্টে যায় । দুর্ঘটনা গ্রস্ত গাড়িটি আটক করেছে পুলিশ।