অবতক খবর,১২ ডিসেম্বর,মালদা:- নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ধারে খালে পড়ে গেলেন হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের আধিকারিকের গাড়ি।ঘটনাটি ঘটেছে চাঁচল ও হরিশ্চন্দ্রপুর ৩১ নম্বর জাতীয় সড়কের কাবুয়া রোড এলাকায়।যেখানে কিছুদিন আগে গতি নিয়ন্ত্রণের বলি হয় তিনজন।

ছাগলকে বাঁচাতে গিয়ে গর্তে পড়ে যায় বিডিওর গাড়িটি। স্থানীয় সূত্রে জানা গেছে,গাড়িতে চালক ছাড়া কেউ ছিলেন না।চালকের আঘাত গুরুতর নয়। দুর্ঘটনায় গাড়ির সামনের কাচ ভেঙে গিয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। আর্থমুভার দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।চালক পরিমল কুমার দাস জানান, তিনি পেট্রোল পাম্পে তেল ভর্তে যাচ্ছিলেন। হঠাৎ ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গর্তে পড়ে যায়।