অবতক খবর,৪ মার্চ,মালদা:- নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করার অভিযোগ তুলে কাজ বন্ধ করে দিল এলাকার বাসিন্দারা।সঠিক ঠিকাদার সংস্থার বিরুদ্ধে হুমকির অভিযোগ তুললেন গ্রামবাসীরা। মঙ্গলবার মালদার মানিকচক ব্লকের বাকিপুর শ্যামসুন্দরী এলাকায় এই রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। সরকারি নিয়ম মতো রাস্তার কাজ করতে হবে সে দাবি এলাকাবাসীর।

মালদা জেলা পরিষদের বরাদ্দ অর্থ প্রায় ১০ লক্ষ টাকা ব্যায়ে কংক্রিট ঢালাই রাস্তার কাজ করা হচ্ছে বাকিপুর শ্যামসুন্দরী এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, সরকারি সিডিউল তো দূর,কোন নিয়ম নীতিকে না মেনেই অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে ঠিকাদার সংস্থা। আর সঠিক কাজ করতে বলা হলে ঠিকাদারের লোকজনেরা হুমকি দিচ্ছে। তাই সঠিক কাজের দাবি নিয়ে গ্রামবাসীরা মিলিতভাবে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন। সরকারি নিয়ম মাফিক ভালো উন্নত মানের সামগ্রী ব্যবহার করে কাজ করা হোক সে দাবি রয়েছে এলাকাবাসীর।