অবতক খবর,হরিশ্চন্দ্রপুর:সানু ইসলাম;২৭ সেপ্টেম্বর: সরকারি নির্দেশিকা কে বুড়ো আঙুল দেখিয়ে নিম্নমানের সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে রাস্তা।ঠিকাদার সংস্থার বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভে কাজ বন্ধ করে দিলেন গ্রামবাসীরা।ঘটনাটি ঘটেছে আজ বুধবার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ,ঠিকাদার সংস্থা গ্রামবাসীকে কাজের কোনো সিডিউল না দেখিয়ে নিম্নমানের সিমেন্ট দিয়ে রাস্তা ঢালাই এর কাজ শুরু করেছে।রাস্তার মাটির উপরে কোনো রোলিং না করে,পলিথিন না বিছিয়ে ধুলোবালির উপরে ঢালাই কাজ করছে।ঠিকাদারকে বারবার সিডিউল দেখাতে বললে তিনি দেখাতে সরাসরি অস্বীকার করছেন।বেনামী কোম্পানির নিম্নমানের সিমেন্ট দিয়ে কাজ করছে।তাই তারা কাজ আটকে দিয়েছেন।যদিও ঠিকাদারের ম্যানেজার নিম্নমানের সিমেন্ট পাল্টে ভালো মানের সিমেন্ট দিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।অপরদিকে স্থানীয় বাসিন্দা নাসিরুদ্দিন ও তার স্ত্রী রুকসেনা বিবি এবং তার পরিবারের লোকেরা রাস্তা থেকে সিমেন্ট-বালি-পাথরের সংমিশ্রণ কোদাল দিয়ে তুলে ফেলে কাজ আটকে দেন।তবে রুকসেনা বিবির অভিযোগ,

তাদের বাড়ির বেড়া ঘেঁষে গেছে ড্রেন।ড্রেনের উপরের পাটাতন গুলি খুব নরম অবস্থায় রয়েছে।তার উপরে গ্রামবাসী রাস্তা ঢালাই করাচ্ছে।কোনো গাড়ির চাকা এই ড্রেনের পাটাতনের উপরে উঠে গেলে চাকা বসে গিয়ে বিপদ ঘটতে পারে।তাই ড্রেনের উপরের পাটাতন থেকে সিমেন্ট-বালি-পাথরের সংমিশ্রণ তুলে ফেলে দেওয়া‌ হয়েছে।জানা গিয়েছে,কেন্দ্রীয় সরকারের R.I.D F প্রকল্পের ২,২৩,১৯,৪৫৭ টাকা বরাদ্দে
মহেন্দ্রপুর ক্লাব থেকে মহেন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় হয়ে কালি মন্দির সহ
মোট ২১০০ মিটার কংক্রিটের ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে।গ্রামের সাধারণ মানুষকে ভুলভাল বুঝিয়ে এই ধরনের নিম্নমানের কাছ করছে ঠিকাদার।তাই তারা সরব হয়ে উঠেছেন।