অবতক খবর,১৯ সেপ্টেম্বর,নিমতা: মঙ্গলবার সকালে নিমতা মাঝেরহাটি যুব সংঘের মাঠে নিমতা জোনাকির ১১ তম বর্ষের শ্যামা পুজোর খুঁটিপুজোর মধ্যে দিয়ে উদ্বোধন হল কন্যাশ্রী কাপে অংশগ্রহণ কারী দল জোনাকি ইউনাইটেড স্টুডেন্টস মহিলা ফুটবল ক্লাব।খুঁটিপুজো সহ মহিলা ফুটবল ক্লাব জোনাকি ইউনাইটেড স্টুডেন্টস এর শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।মন্ত্রী বলেন নিমতা জোনাকি প্রতি বছরের মতো এবছর ও অত্যন্ত নিষ্ঠার সাথে খুঁটিপুজো উদ্বোধন করে। আনন্দের একটা ক্ষেত্র হিসেবে তৈরি হয় এদিন। বাড়ি তৈরির আগে আমরা সাধারণত ভূমি পুজো করে থাকি ঠিক তেমনি শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়ে প্যান্ডেল তৈরির আগে খুঁটিপুজো করল নিমতা জোনাকি।

উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের নেতৃত্বে নিমতা জোনাকি সারা বছর বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করে থাকে। ঠিক তেমনি খেলাধূলো কে এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তার ক্ষেত্রকে প্রশস্ত করছে। নতুন নতুন খেলোয়াড় রা বড় জায়গায় খেলার সুযোগ পান। নিমতা জোনাকি ইউনাইটেড স্টুডেন্টস মহিলা ফুটবল ক্লাব কন্যাশ্রী কাপ অংশগ্রহণ দলের শুভ সূচনা হল। নতুন জার্সির ও উদ্বোধন হয়। মহিল ফুটবল দলের খেলোয়াড়দের উৎসাহিত করছে। দমদম উত্তর বিধানসভায় নিউ বারাকপুর এবং উত্তর দমদম পুরসভায় ফুটবল খেলায় যথেষ্ট উৎসাহ দেয়। ক্রীড়াপ্রেমী খেলোয়াড় দের উৎসাহ প্রদান করে। এটা অত্যন্ত ভালো কাজ। নিমতা জোনাকির পৃষ্ঠপোষক তথা উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস বলেন শ্যামা পুজোর প্রতি বছর চমক থাকে। গত বছর টুইন টাওয়ার ব্যপক সাড়া ফেলেছিল এবছরও গুজরাটের স্বামী নারায়ণ মন্দিরের আদলে মন্ডপ বাংলা নয় সারা ভারতবর্ষের দৃষ্টি আকর্ষণ করবে। আজ গনেশ চতুর্থ শুভ পুন্য দিনে এগারো তম বর্ষের শ্যামা পুজোর খুঁটিপুজোর মধ্যে দিয়ে উদ্বোধন হল কন্যাশ্রী কাপে অংশগ্রহণ কারী দল জোনাকি ইউনাইটেড স্টুডেন্টস ।মহিলা ফুটবল ক্লাব ।উত্তর দমদম পুরসভার ফুটবল কোচিং ক্যাম্প গুলিকে খেলাধূলো জনপ্রিয়তাকে ধরে রাখতে ক্রীড়া জগৎকে শক্তিশালী ও উৎসাহিত করতে ফুটবল তুলে দেওয়া হয় এদিন। পাশাপাশি কন্যাশ্রী কাপে অংশগ্রহণ মহিলা ফুটবলার দের চারাগাছ ও প্রীতি উপহার দিয়ে সন্মানিত করা হয়। উপস্থিত ছিলেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উত্তর দমদম পুরসভার উপপুরপ্রধান লোপামুদ্রা দত্ত চৌধুরী সহ উত্তর দমদম পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পুর পারিষদ ও পুর প্রতিনিধি গন। ক্রীড়া সংগঠক।