অবতক খবর,মালদা:সানু ইসলাম;৭ অক্টোবর: যেমন কথা তেমন কাজ।দিল্লি থেকে বাড়ি ফিরে আসতেই নিজের ব্যক্তিগত অর্থে জল নিকাশের জন্য ড্রেন নির্মাণের কাজ শুরু করলেন হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা।রিজিয়া সুলতানার স্বামী মনিরুল ইসলাম বলেন’মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি পূর্ব ও পশ্চিম পাড়ায় শনিবার ২৬০ ফিট ড্রেন নির্মাণের কাজ করলাম।এই ড্রেন নির্মাণে তাদের ব্যক্তিগত খরচ হবে প্রায় দুই লক্ষ টাকা।তিনি আরো বলেন,দীর্ঘ বছর ধরে ওই এলাকার মানুষ এই ড্রেনের দাবি করে আসছিল।তবে জমি সমস্যার কারণে কাজটি থমকে ছিল।সেই কাজটি শুরু হল।’স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ত তালগাছি পূর্ব ও পশ্চিম পাড়া।জল-যন্ত্রণায় ভুগত প্রায় শতাধিক পরিবার।স্থানীয় তৃনমূল নেতা মনিরুল ইসলামকে জল নিকাশের জন্য ড্রেন নির্মাণের দাবি করেছিলেন পরিবারগুলি।তবে জমি সমস্যার কারণে আটকে ছিল সেই কাজ।সমস্যা মিটতেই পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা ও তার স্বামী মনিরুল ইসলাম ব্যক্তিগত অর্থে এই ড্রেন নির্মাণের কাজ শুরু করেছেন।এত খুশি এলাকার মানুষজন।

এদিকে নিকাশী নালা উদ্বোধন করতে এসে আজ তৃণমূল নেতা তথা সভাপতির স্বামী মনিরুল ইসলাম এলাকার কংগ্রেস নেতা জিয়াউর রহমানকে তীব্র কটাক্ষ করেন। তিনি জানান আমরা পুরুষানুক্রমে এই এলাকার বাসিন্দা কিন্তু এই জিয়াউর রহমান চৌধুরী একজন এলাকার ফুটপাতের মস্তান। এরা এলাকার কোন উন্নয়নের সামিল হবে না কিন্তু কোন উন্নয়নমূলক কাজ হবে তার সমালোচনা করবে।