অবতক খবর,৯ জানুয়ারি: ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বেনিয়মের অভিযোগে এবার রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে তলব করা হলো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিং গোয়েন্দা তলবের পরেই আজ জগদ্দলে নিজের বাসভবন থেকে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং।

প্রসঙ্গত, একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং কে বারংবার পুলিশি নোটিশ পাঠানো হচ্ছে।তবে এ বিষয়ে সুত্রে জানা গেছে, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ পান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে এই অভিযোগ তুলে আজ ভবানী ভবনে ডাকা হয়েছে তাকে।

সেই পরিপ্রেক্ষিতে আজ তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার সময় প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার আমাকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, চেয়ারম্যান রিফান্ডের টাকা থেকে অনেক সময় গরিব মানুষের সাহায্য করা হয়েছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন কর্মীদের বেতন দিতে পারতে না চেয়ারম্যান রিলিভ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে।বারবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল, আমার সময় নষ্ট করছে এরা। এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে।