অবতক খবর,২ জানুয়ারি: নিখোঁজ যুবতীর পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ওই যুবতীর নাম সাবনুর খাতুন বয়স আনুমানিক (২০) বাড়ি করণদিঘি থানার পূর্ব ফতেপুর এলাকায়। পরিবারের লোকজনের দাবি তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে।
জানা গিয়েছে গত ১২ ডিসেম্বর থেকে নিখোঁজ হয়ে যায় ওই যুবতী। এর ১৫ই ডিসেম্বরে পরিবারের সদস্যরা প্রথমে নিখোঁজ ডাইরি করে করণদিঘি থানায়। ফের পরিবারের সদস্যরা ২০ ডিসেম্বরে করণদিঘি থানায় অপহরণের মামলা দায়ের করেন।
এরপর করণদিঘি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে রেজাউল নামে এক যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্তের বাড়ি গোয়ালপোখর থানার ভগবানপুর এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়ার পর পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করে নেন ওই যুবক।
এরপর গতকাল রাতে চোপড়ার ডুমডাঙ্গি এলাকায় একটি কালভার্টের নিচে থেকে ওই যুবতীর পচাগলা মৃত্যু দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। অন্যদিকে অভিযুক্ত রেজাউলকে আজকে আবার ইসলামপুর মহকুমা আদালতে তোলে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।