অবতক খবর,১১ ডিসেম্বর: ভগবানগোলার কালুখালী এলাকায় নিখোঁজ থাকায় এক মুসলেমা বিবি ৫৫ বছরের বয়স্ক মহিলা লিচু গাছে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য।
গতকাল থেকে মুসলিমা বিবি নামে কালুখালী রেল কলোনি এলাকার এই মহিলার নিখোঁজ ছিল বলেই পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকের মাধ্যমে প্রচার করা হয়েছিল এবং একইসঙ্গে ভগবানগোলা থানায় নিখোঁজ ডায়েরিও দেওয়া হয়েছিল আজ সোমবার দিন সকাল বেলায় ওই মহিলার দেহ এলাকারই একটি লিচু গাছে ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দেয় ভগবানগোলা থানার পুলিশকে ঘটনাস্থলে ভগবানগোলা থানার পুলিশ যায় এবং ওই বয়স্ক মহিলার দেহ উদ্ধার করে নিয়ে আসে ভগবানগোলার কানাপুকুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত চিকিৎসক চিকিৎসা করার পর মৃত বলে ঘোষণা করে ওই দেহ ময়নাতদন্তের জন্য ভগবানগোলা থানার পুলিশ লালবাগ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।