অবতক খবর,২৪ জুলাই,নববারাকপুর: শুক্রবার রাতে বিশরপাড়া স্টেশন সংলগ্ন আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের সামনে মানসিক ভারসাম্য হীন ষাট বছরের নিখোঁজ বৃদ্ধাকে উদ্ধার করে নববারাকপুর থানার পুলিশ। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার লেকটাউন শ্রীভূমি দিঘিরপাড় রোডে বসবাসকারী মহিলাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় থানা থেকে।
পুলিশ জানিয়েছে বিশরপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় এপিসি কলেজের সামনে ঘোরাঘুরি করছিল উদ্দেশ্যহীনভাবে। শুক্রবার রাতে। এলাকার বেশ কিছু মানুষ মহিলা কে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে। কোথা থেকেই কিভাবে এলেন। উল্টো পাল্টা কথা। বলতে থাকে মহিলা। কর্তব্যরত নববারাকপুর থানার পুলিশ শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লেকটাউন থানার শ্রীভূমি দিঘিরপাড় রোডে পরিবারের সাথে যোগাযোগ করে শনিবার সকালে তার পুত্রবধূ ছেলের হাতে শনিবার সকালে মহিলাকে তুলে দেওয়া হয় ।মহিলা গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল তারপর দীর্ঘ খোঁজাখুজি করে না পাওয়ার শুক্রবার রাতে বিবস্ত অবস্থায় নববারাকপুর থানার পুলিশ উদ্ধার করে বিশরপাড়া স্টেশন সংলগ্ন আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে এর সামনে থেকে।
মহিলা মানসিক ভারসাম্য হীন। তাকে থানায় নিয়ে সেবা শুশ্রষা করে বস্ত্র পরিয়ে আহার করানো হয়। বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে জানা যায়। মহিলার নাম বাতাসি করন(৬০)।স্বামী রামনাথ ভুইঞা। যদিও স্বামী নিখোঁজ দীর্ঘদিন। লেকটাউন শ্রীভূমি ।দিঘিরপাড় রোড।নববারাকপুর থানার পুলিশের মানবিকতায় পরিবারের লোকজন খুশি।