অবতক খবর,১৪ জানুয়ারি: শনিবার সকাল পাঁচটা চল্লিশ মিনিট এ ভাটপাড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড মতি ভবন বি এল নাম্বার ৭ এর বাসিন্দা রানি রায় প্রতিদিনের মতো নৈহাটি কলেজে পাঠরতা বি এ প্রথম বর্ষের ছাত্রী কলেজে উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে ছিল।
কলেজে পৌঁছে প্রতিদিন বাবাকে ফোন করে পৌঁছে যাওয়ার সংবাদ দিয়ে। কিন্তু শনিবার কোন ফোন করেনি রানি। ছুটির হয় ১২:২০ তখন কোন ফোন না পেয়ে বাড়ির লোক ফোন করে মেয়েকে কিন্তু ফোনে রিং হয়ে যায় কেউ ফোন ধরেনি। ৩০ মিনিট পর অনেকবার ফোন করার পর পরিবারের লোক কলেজে আসে। কলেজ থেকে জানানো হয় সে আজ কলেজ আসেনি।
সন্ধ্যা ৭ টার পর জগদ্দল থানায় ডায়েরি করা হয়। এরপর আবার ফোন করলে ফোন ধরে জগদ্দল থানার পুলিশ। নৈহাটি থানার পুলিশ জানায় ব্যাগ ও মোবাইল কলেজে পাওয়া গেছে। তদন্ত শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি