আজ ভূমিপুত্র জীবন কথাকার সুব্রত মুখোপাধ্যায়ের জন্মদিন

নিখিলের অন্ধকার পাখি
তমাল সাহা

পাগলা মনটারে তুই বাঁধ
এই তুই কে?
সে কি তোর মনটা বাঁধতে পেরেছিল?

এই পাগলা মনটা কত দিনে কতদূর যাবার পর কবে বাঁধবে
সে কথা তুই বলে যাস নি।

মন তো উর্দ্ধগামী উদাস আনমনা বাউল
সে তো সেইসব আত্মা পরমাত্মা নিয়ে লেখে
বস্তু জগত থেকে দূরে চলে যায়

সেখানে রাষ্ট্র রাজনীতি শাসনব্যবস্থা তার কথা এত লিখিস কেন
রাগে ক্রোধে উত্তেজনায়!

রাষ্ট্রের বিরুদ্ধে এত মুক্ত কথা সরাসরি লিখলে কি তাকে বলা যায় জীবন কথাকার!
আয় মন বেড়াতে যাবি, সে কতদূর!
কোন পাখি বসে আছে, এ কোন নিখিলের অন্ধকার
চাষাড়ে বঞ্চনার কথা এত লিখিস কেন,
কামদুনির মেয়েটির আত্মা না প্রেতাত্মা তোকে ভর করেছিল বুঝি
ক্লাস ও মাস একাকার।

এই রাষ্ট্রীয় অন্ধকারে এখন তোর মুখোমুখি আমি
মুখ থুবড়ে পড়ে আছে উলঙ্গ জন্মভূমি!