আমার শ্রদ্ধা নেবেন সকলে
নিকটে এসো
তমাল সাহা
প্রতিবছরই তুমি বলো শুভ নববর্ষ
স্বাগত হে নতুন প্রভাত!
তবুও কাটে না তোমার দুঃখের রাত।
শুভ নববর্ষ শব্দবন্ধটি হয়ে যায় ক্লিশে
তুমি মেতে ওঠো দ্বেষে বিদ্বেষে ধর্মীয় বিষে।
এবার অন্তত কাছে এসে দাঁড়াও
হাতে হাত রাখি ভালোবেসে।
কেউ হয়তো আমাকে চায়নি
আমি তো সবাইকে চেয়েছি।
নাহলে কেন এতোসব বর্ণ সাজিয়েছি?
বর্ষশেষে কি করে মিথ্যে বলি?
কিছুই কি পাই নি!
তোমায় ছুঁয়ে বলি, কিছু তো পেয়েছি।
নাহলে কি করে এক বছর বেঁচেছি?
আবার একটি বর্ষের জন্য তোমার দুয়ারে এসেছি!