অবতক খবর,১ অক্টোবরঃ নরেন্দ্র মোদি তৃণমূলকে ভয় পেয়েছে এটা ভেবেই ভালো লাগছে,একমাত্র দল তৃণমূল কে ভয় পাচ্ছে নরেন্দ্র মোদি।নিউ ব্যারাকপুরে এক খুঁটি পুজোয় এসে মন্তব্য নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।

কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে দিল্লি অভিযানের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে রয়েছে মহা কর্মসূচি। সেখানে দলের নেতৃত্ব দেবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন একাধিক বিধায়ক ও সাংসদরা। যোগ দেবেন উত্তর ২৪ পরগনা জেলার একাধিক বিধায়ক এর পাশাপাশি বিভিন্ন পুরসভার পুরপ্রধান ও। তৃণমূল কংগ্রেসের আন্দোলন কে ভয় পাচ্ছেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তার জন্য ট্রেন বিমান বাতিল করছেন। ট্রেন বিমান বাতিল করেও তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে বন্ধ করা যাবে না। গত শনিবার প্রমাণ করে দিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা শুধু তৃণমূল কংগ্রেসের আন্দোলন নয়। সাধারণ মানুষের আন্দোলন। দরকার পড়লে মানুষ হেঁটে যাবে তার অধিকার ছিনিয়ে আনতে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তৃণমূল কে সবচেয়ে বেশি ভয় পাচ্ছেন। রবিবার দুপুরে দিল্লির ধর্না মঞ্চে রওনা দেওয়ার আগে নববারাকপুরে চারের পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটিপুজো উদ্বোধনে এসে কথাগুলি বললেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান তথা শহরের আইএনটিটিইউসির সভাপতি প্রবীর সাহা।পুরপ্রধান বলেন কেন্দ্রের মোদী সরকার ভয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনকে।বিমান বাতিল নিয়ে সরাসরি কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন নববারাকপুরে পুরপ্রধান প্রবীর সাহা।