নিউ বারাকপুরে চল্লিশ উর্ধ্বে ফুটবলে ফাইনালে চ্যাম্পিয়ন দক্ষিণেশ্বর ভেটারেন্স ক্লাব

অবতক খবর,২৩ নভেম্বর,নববারাকপুরঃ সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। মান্না দের জনপ্রিয় গান আজ বাঙালির হৃদয় কে ছুঁয়ে যায় ফুটবল খেলার মধ্যে দিয়ে ।ফুটবলের জনপ্রিয়তা কে তরুন যুব সমাজের কাছে নতুন বার্তা দিল নববারাকপুর মর্নিং সেন্টারে চল্লিশ উর্ধ্বে বরিষ্ঠ দের বিরাট ফুটবল প্রতিযোগিতা। রবিবার বিকেলে নববারাকপুর আগাপুর মিলন মন্দির ক্লাবের খেলার মাঠে নিউ বারাকপুর মর্নিং সেন্টার আয়োজিত আট দলের চল্লিশ উর্ধ্বে আমন্ত্রণ মূলক নক আউট পর্যায়ে ফুটবল প্রতিযোগিতা ফাইনালে অংশগ্রহণ করে দক্ষিণেশ্বর ভেটারেন্স বনাম বৈদ্যবাটি ভেটারেন্স ক্লাব। টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়। ট্রাইবেকারেও নিষ্পত্তি না হওয়ায় শেষে রেফরি টসে জিতে চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করেন দক্ষিণেশ্বর ভেটারেন্স। রানার্স হয় বৈদ্যবাটি ভেটারেন্স ক্লাব ।কলকাতা ফুটবল ময়দানে এক সময় প্রথম ডিভিশনে দাপিয়ে ফুটবল খেলেছেন প্রতাপ সেনাপতি, দেবাশিস পাল চৌধুরী, ত্রিজিৎ দাস, জাকির হোসেন সহ নববারাকপুরে অতীত দিনের দিকপাল ফুটবলাররা।ফাইনালে উপস্থিত ছিলেন মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার সত্যব্রত ভৌমিক।

তিনি বলেন এত সুন্দর দুটি ভেটারেন্স দলের ফুটবল খেলা দেখে আমি অভিভূত। এত সুন্দর খেলা উপভোগ করেছি। নামিদামি খেলোয়াড় রাএকসময় কলকাতা সহ বিভিন্ন মাঠে দাপিয়ে ফুটবল খেলেছে। বিশেষ করে চল্লিশের ঊর্ধ্বে ফুটবল খেলা। উদোক্তাদের অভিনন্দন। এত সুন্দর আয়োজন। ফাইনালে সুদৃশ্য ট্রফি ও নগদ আর্থিক পুরষ্কার তুলে দেন প্রাক্তন ফুটবলার সত্যব্রত ভৌমিক এবং সুকৃতি দত্ত। এছাড়াও উপস্থিত নববারাকপুরে অতীত দিনের একঝাঁক ফুটবল নক্ষত্র। উল্লেখ্যযোগ্য দীপক দত্ত, দিলিপ বোস, সুজিত ঘোষ, স্বপন চক্রবর্তী, দেবশংকর ঘোষ, পার্থ সারথী বসু, অজয় কর্মকার, বিশ্বজিৎ দাস, মৃনাল কান্তি ঘোষ, চিন্ময় সিকদার প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পায় প্রয়াত আদিত্য রায় স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি এবং রানার্স দল পায় দিনবন্ধু দাস স্মৃতি ট্রফি।সকালে ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা।খেলোয়াড় রেফরি দের সাথে পরিচিতি পর্ব সারেন। উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ নববারাকপুরের একঝাঁক ফুটবল নক্ষত্র।

ভেটারেন্স বিভিন্ন সময় কলকাতা ময়দানে নামীদামী দলের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন। কলকাতা ফুটবল প্রতিযোগিতা দাপিয়ে ফুটবল খেলেছেন অজয় কর্মকার,স্বপন সেন, পার্থ সারথী বসু, দীপক দত্ত, বিশ্বজিৎ দাস, দেবশংকর ঘোষ, মৃনাল কান্তি ঘোষ সুমিত ভক্ত, জাগ্রত সরকার, চিন্ময় সিকদার, দিলিপ দাস,সোমনাথ চক্রবর্তী, পার্থ দাস,কল্যাণ বিশ্বাস, মানস রায়, সোমনাথ দাস রা মাঠে উপস্থিত থেকে খেলোয়াড় দের উৎসাহিত করেন। ফাইনালে সেরা গোল রক্ষক অশোক ব্যানার্জি, ম্যান অফ দ্যা ম্যাচ মিঠুন নাহা, সর্বোচ্চ গোলদাতা প্রবীর দে, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ধীমান সিংহ। খেলা কে ঘিরে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো এদিন।