অবতক খবর,৯ ডিসেম্বর: গতকাল রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ নিউটাউনের দিক থেকে আরআর সাইডের দিকে ভেলা করে পার হওয়ার জন্য অপেক্ষা করছিল প্রত্যক্ষদর্শী সূত্রে খবর শারীরিক অসুস্থতার কারণে বমি করতে গিয়ে খালের মধ্যে পড়ে যায়, ভেলার চালক দেখামাত্র চিৎকার শুরু করে আশেপাশের দোকানদাররা ছুটে খালেন নামে কিন্তু ওই যুবকের হদিস পাইনি,
পরবর্তী সময়ে খবর দেওয়া হয় নিউ টাউন থানা বিপর্যয় মোকাবিলা দপ্তরের ডুবুরিরা এসে সকাল থেকে তল্লাশি চালিয়েও এখনো পর্যন্ত হদিস মেলেনি ওই যুবকের। তবে ঘটনা তদন্তে নেমেছে নিউ টাউন থানার পুলিশ ওই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত মেলেনি এবং কোন ধরনের নিখোঁজের অভিযোগ ও দায়ের হয়নি বলে পুলিশ সূত্রে মারফত খবর।