বিশ্বশান্তি পুরস্কার অর্জন করলেন জেলবন্দি ইরানের লড়াকু নেত্রী নার্গিস মোহাম্মদি।
জেলবন্দি হিসেবে এই আন্তর্জাতিক সম্মান অর্জনের পঞ্চম স্থানে রয়েছেন তিনি।
নার্গিসের মুখ
তমাল সাহা
নার্গিস রে! তুই কোন বেহেস্তের ফুল
নজরুলের গুলবাগিচায় শিস দিয়ে যায় বুলবুল
তেহরানের কুখ্যাত এভিন গরাদখানা
ঘুলঘুলি জানালার ফাঁকফোকর দিয়ে হঠাৎ ঢুকে পড়ে আলো
কী সংবাদ এলো! কী সংবাদ এলো!
ও মেয়ে তোকে কি শোনালো?
মৃত্তিকা তো নারী, শস্যের বীজতলা
দেখলি তো তুই বাতাস কত উতলা
ভেঙে চুরমার শব্দ জুটি একা এবং একলা
মাটিতে দাঁড়িয়ে একান্ন বছর
কয়েদ ঘরের অন্ধকারে কি করে কাটাস তুই
৩৬৫ গুণ ৩১ মানে ২১ হাজার ৩১৫ টি দিনরাতের প্রহর?
এ কেমন নারী তুই জেলের সঙ্গে তোর সহবাস
গুনে গুনে সয়েছিলি ১৫৪ বার বেতের আঘাত
তুই তো চেয়েছিলি নারী মুক্তি, অর্ধেক আকাশ
ইরান জুড়ে এক একটি নারী গড়ে তোলে রক্তপ্রপাত
হিজাব পুড়িয়ে তৈরি হয় আগুন
কেশদাম হাওয়ায় ওড়ে যেন মুক্ত পতাকা
তুই শেখাস এ লড়াই রাষ্ট্রবিরুদ্ধ লড়াই
পারস্য উপসাগরে জলস্রোত বয়ে যায়
মালভূমি, মরুভূমি,পার্বত্য উপত্যকায় এই দেশে
স্বাধীন উড়াল সহজ নয়,দুর্গম আঁকাবাঁকা
তুই তো আগুন পাখি ,
সূর্যমখী আমার বুকের ডালে এসে বসিস
আমি তোকে গোপনে ভালোবাসি, তুইও আমাকে একটু ভালবাসিস
ও মেয়ে তুই ভালো থাকিস
তুইতো ড্যাফোডিল ফুল, তুই তো নার্গিস
খাঁচাবন্দি পাখি, তোর জন্য পাঠালাম গান আর হাজার হাজার কুর্নিশ