নারী ছাড়া নারী দিবস হবে না নারী ছাড়া বসন্ত আবির খেলা হবে না
নারী ছাড়া ভূমি আন্দোলন হবে না
নারী ছাড়া কোনদিনও পুরুষকে মানাবে না
নারী ছাড়া কোনদিনও কবিতা লেখা হবে না

নারী সম্বন্ধে যা জানি
তমাল সাহা

এক)
ন—কে বলি নম্রতা শেখাও
আ—কে বলি ‘আমরা’ বোধ জাগাও
র—কে বলি রক্তে জাগাও ভালোবাসা,
যেটা জরুরি
ঈ—কে বলি তুমিই পারো সব,
তুমিই আমার ঈশ্বরী!

দুই)
বসন্ত বাতাসে লাল ফুলগুলি হাসে
বঙ্গোপসাগর উপকূলে দুর্দান্ত সংক্ষুব্ধ হাওয়া।
কারা কোথায় কী সংলাপ রচে জানিনা আমি
লেনিনের পাশে কোনোদিন দাঁড়িয়েছিল ক্রুপস্কায়া!

তিন)
ঝগড়ুটি হিংসুটি
বিচ্ছুটি না হলে
কিচ্ছুটি ভালো লাগেনা।
উত্তর মেরু না হলে দক্ষিণ মেরুটি
কিছুতেই কাছে আসে না।
পুরুষটি না হলে নারীটি
কোনমতেই ভালবাসতে শেখে না।

চার)
আজীবন নারীকে রাখতে চাই বশে।
যত প্রেম উথলে পড়ে নারী দিবসে!
তবু নারী কবিতা লেখে, প্রেম এলোনা তোমাকে চাই নিঃশ্বাসে প্রশ্বাসে ভালবেসে!

পাঁচ)
বাড়ির নারীটি বলে,
আমি তো আগ বাড়িয়ে তোমার সব কাজই করে দি! সেটা করতে আমি ভালোবাসি।
আমি বলি, জানি তো!

সে বলে, তবে আর নারী দিবস কেন?
তুমি তো রোজই কবিতা লেখো
কবিতা শব্দটি কোনদিনও কোনোভাবেই পুংলিঙ্গ হবেনা।
আর তুমি কবিতা ছাড়তেও পারবে না।
কবিতা যেমন চিরকালই নারী তেমন তুমি আমারই!