অবতক খবর,৮ মার্চ,অভিষেক দাস,মালদা:-আজ পঞ্চায়েত সমিতির সুকান্ত ভবন মোথাবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন বয়সী নারীদের নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে নারী দিবস পালন করলো মোথাবাড়ির মহিলা বিধায়িকা তথা মন্ত্রী সাবিনা ইয়াসমিন।

নারীদের ফুল চন্দনে বরণ করে মিষ্টিমুখ করান মন্ত্রী নিজে। সকলে মঞ্চে উঠে নিজের জীবন বৃত্তান্ত বলেন। নিজেদের সুখ দুঃখের কাহিনী ও শুনান মহিলারা ।।

সব মিলিয়ে ঘণ্টা ৩ এক ধরে চলা এই নারী দিবসের অনুষ্ঠানে বিভিন্ন বয়সী নারীরা নিজেদের প্রতিভা তুলে ধরেন।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, নারী স্বাধীনতা ও নারীদের অধিকার নিয়ে লড়াই করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীকে অনুসরণ করে আমি বিধানসভার পাঁচ শতাধিক মহিলাদের নিয়ে নারী দিবসের আয়োজন করি। শত শত মহিলার আনন্দ সুখ দুঃখ ও জীবন বৃত্তান্ত শুনে অনেক কিছু জানতে পারলাম। জীবনে এত আনন্দ কোনদিন করিনি। “