অবতক খবর,৮ মার্চ,নববারাকপুর : আমরা নারী। আমরা সব পারি। নারী ক্ষমতায়নে বাংলা এগিয়ে চলেছে। নারী দিবসের ৫০ বছরে, দিদি বাংলার ঘরে ঘরে – শ্লোগান কে সামনে রেখে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে কলকাতা রবীন্দ্র সদন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রা জনজোয়ার।

পদযাত্রা সফল করতে নিউ বারাকপুরে তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তথা পুর প্রতিনিধি নির্মিকা বাগচীর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের মহিলা, পুর প্রতিনিধি সহ কয়েক শো মহিলা পদযাত্রায় সামিল হয় এদিন। নিউ বারাকপুর পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহার ঐকান্তিক উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ ভাবে সামিল হয় সুসজ্জিত পদযাত্রায়।