নারী ও চড় বিষয়ক আরো কবিতা
তমাল সাহা

১) দাগ

ঠাস করে চড়, কী আওয়াজ
জমেছিল কত ক্রোধ কত রাগ!
দেখি এক মুহূর্তে ফুটে উঠলো
পাঁচ আঙুলের লাল দাগ।

দাগও হতে চায় লাল?
আমি তো লালেরই দালাল!

২) চড়

দেখো
বাংলা শব্দের কত জোর
দুই অক্ষরের একটি শব্দ ‘চড়’
তুলেছে কেমন ঝড়!

৩) আওয়াজ

আমি লিখে চলি
লিখে যাওয়াই আমার কাজ।

আমি সেই নারীদের খুব ভালোবাসি
তাদের ঘন ঘন ছুঁতে চাই
যারা ঠাস শব্দে তুলতে পারে
চড়ের আওয়াজ!

৪) এই মেয়েটা

এই মেয়েটা ভেলভেলেটা
আমাদের পাড়ায় যাবি?
দেখিয়ে দেবো সেই নেতাদের
ঠাস ঠাস চড় কষাবি!

৫) আক্রোশ

অপমানিত
আমার দেশ-জননী, আমার মা
কেন চাইবো ক্ষমা?
কাকে ক্ষমা, কিসের ক্ষমা?
অযুত কোটি মানুষের ক্ষোভ
আমার ভিতর ছিল জমা।

একটি শব্দে বিস্ফোরণ
একটি শব্দ ভেসে যায় বাতাসে–
ঠাস
সে কী উল্লাস!
আমার পাশে দাঁড়িয়ে আছে
সমগ্র দুনিয়ার অর্ধেক আকাশ।

৬) মা রে

হয়তো সব মেয়েরা পারে না
কিছু কিছু মেয়ে তো পারে!
আমি ছুটে যাই তার কাছে
বলি, কাছে আয় মা রে!