অবতক খবর,৪ ফেব্রুয়ারী,গোয়ালপোখর: নায্য মূল্যের সারের দাবিতে কৃষকদের নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেতমজদুর সংগঠনের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার গোয়াগাঁও এলাকায়। রাস্তা অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে।
অভিযোগ সরকারি ন্যায্য মূল্যের সারে কালোবাজারি হচ্ছে। সরকারি মূল্যে সার না পাওয়ায় কৃষকরা চরম সমস্যায় পড়তে হচ্ছে। এই সারে কালোবাজারি রুখতে এবং ন্যায্য মূল্যের সার কৃষকরা পায় এই দাবি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর করে।
অন্যদিকে অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় গোয়ালপোখর থানার পুলিশ।