অবতক খবর,৩১ মার্চ: জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান: মন্তেশ্বর বিধানসভার মেমারি দুই ‘নম্বর ব্লকে বড়পালাসন দিঘির পাড় প্রাঙ্গণে
পবিত্র রমজান মাস উপলক্ষে মেমারি দুই নম্বর ব্লকের বড়পলাশন দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বড়পলাশন দিঘির পাড় প্রাঙ্গণে রোজা ইফতারের শেষ দিনের
রোজা ইফতারের আয়োজন করা হয় বড়পলাশন দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
ইফতারে উপস্থিত ছিলেন বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু, সহ সভাপতি গাফফার মল্লিক সহ মেমারি দুই নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
এই ইফতার অনুষ্ঠানে এসে বড়পলাশন দিঘীরপাড় সংলগ্ন মসজিদে রোজদারদের সঙ্গে মাগরীপ নামাজ পড়ে মেমারি দু’ই নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি গাফফার মল্লিক। সম্প্রীতির বার্তা দিয়ে এলাকার মানুষজন ও রোজাদারদের শুভেচ্ছা জানিয়ে তাদের মঙ্গল কামনা করে মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি। বড় পলাশন দুই’নম্বরঅঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আব্দুল কায়েম, মাখন শেখ, আলমগীর শেখ, গোলাম আকবর চৌধুরীরা বলেন, প্রতিবছর মতো এবছরও বড়পলাশন দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রোজাইফতারের আয়োজন করা হয়। আজ বড়পালাশন দিঘির প্রাঙ্গনে প্রায় ২হাজার লোকজন সাথে নিয়ে ঈদের উপলক্ষে শেষ রোজা ইফতার করা হয়।