অবতক খবর,২ মার্চ জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া অঞ্চলের বায়ুই গ্রামএলাকার নিখোঁজ হওয়া এক নাবালিকাকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে , দিন কয়েক আগে উদ্ধার হওয়া নাবালিকা পড়াশুনোর বিষয় নিয়ে মায়ের সঙ্গে বকাবকি করে, পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর, খুঁজে না পেয়ে, পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় অভিযোগ করে।
অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিশ বিভিন্ন সূত্র মারফত জানতে পারে ভাতার থানার সেলেন্ডা গ্রাম এলাকায় ওই নাবালিকার সন্ধানের খবর ,মন্তেশ্বর থানার পুলিশ। গতকাল সন্ধ্যা নাগাদ ভাতার থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় মন্তেশ্বর থানার পুলিশ ভাতার থানার সেলেন্ডা গ্রাম এলাকার ওই নাবালিকা কিশোরীর এক আত্মীয়র বাড়ী থেকে ওই কিশোরীকে উদ্ধার করে আনে মন্তেশ্বর থানার পুলিশ ।তারপর ওই নাবালিকা কিশোরী পরিবারের লোকজনদের খবর দেয় মন্তেশ্বর থানার পুলিশ ।
ওই নাবালিকা কিশোরীকে আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।