অবতক খবর,২০ নভেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ব্লকের দেনুর অঞ্চলের পাতুন এলাকার এক নাবালিকা কিশোরীকে মন্তেশ্বর বাজার এলাকা থেকে উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ জানায় ,ওই নাবালিকা কিশোরী পড়াশুনার ব্যাপার নিয়ে মায়ের সঙ্গে বকাবকি করে গত ৭থেকে ৮ দিন আগে বাড়ির কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর ওই কিশোরীকে খুঁজে না পেয়ে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জানায় ওই নাবালিকার পরিবার।। পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু হয়। আজ সোমবার সকালে ওই নাবালিকা কিশোরীর মন্তেশ্বর বাজারের কামারশাল এলাকায় থাকার গোপন সূত্রে খবর পায় মন্তেশ্বর থানার পুলিশ। তারপর মন্তেশ্বর থানার পুলিশ ওই নাবালিকা কিশোরীকে উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে মন্তেশ্বর থানার পুলিশ। তারপর ওই নাবালিকা কিশোরীর পরিবারের লোকজনদের খবর দেয় মন্তেশ্বর থানার পুলিশ। ওই নাবালিকা কিশোরীকে আজ সোমবার কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।