অবতক খবর,২২ ডিসেম্বর: নাগরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ শুরু হল ইসলামপুর মহকুমাতে। প্রায় ৮ বছর থেকে এই নাগরিক প্রতিরক্ষা প্রশিক্ষণ অর্থাৎ সিভিল ডিফেন্স ট্রেনিং বন্ধ ছিল। এই সিভিল ডিফেন্স ট্রেনিং বন্ধ হওয়াতেই ইসলামপুর sub-division এর নতুন প্রজন্মের পড়ুয়ারা বঞ্চিত ছিলেন। এই বছর এই প্রশিক্ষণ ইসলামপুর মহকুমায় শুরু হওয়াতে অনেক খুশি ছাত্র-ছাত্রীরা।
এই দিন সিভিল ডিফেন্স অফিসার আশিক জানান এতদিন ইসলামপুর সাব ডিভিশনে অফিসার না থাকায় এই প্রশিক্ষণ করা হয়নি এবং এলাকার ছাত্র-ছাত্রীরা এতে বঞ্চিত ছিল। এই বছরে ইসলামপুর মহকুমা শাসকের ও এইচ ডিডিএম এর তৎপরতায় প্রথম ব্যাচ শুরু করা হয়। ধাপে ধাপে এখন থেকে এই প্রশিক্ষণ চলতে থাকবে যারা নতুন করে এই প্রশিক্ষণ করতে চান তারা অবশ্যই মাধ্যমিক পাস এর এডমিট কার্ড ও বৈধ কাগজপত্র নিয়েছে অফিসে নাম নথিভুক্ত করবেন। আমরা সময়মতো তাদেরকে ডেকে এই প্রশিক্ষণ করাবো। এই প্রশিক্ষণ শুরু হওয়াতেই এলাকার ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক উৎসাহিত দেখা গেল।