অবতক খবর নিউজ ব্যুরো :: ১৮ ডিসেম্বর :: হাওড়া :: নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃতীয় দিনের মতো পথে নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়া ময়দান থেকে শুরু হয়ে টি-বোর্ড হয়ে মিছিল যাবে ধর্মতলায়।
তৃণমূল সূ্ত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টায় রানি রাসমণি রোডে এবং শুক্রবার দুপুর ৩টায় পার্ক সার্কাসে নাগরিক আইনবিরোধী সভা করবেন মমতা। খবর আনন্দবাজার পত্রিকার।
নাগরিত্ব আইন সংসদে পাস হওয়ার পরেই মমতা ঘোষণা করেছিলেন উত্তর ও দক্ষিণ কলকাতা এবং হাওড়া জুড়ে তিনদিন মহামিছিল করবে তৃণমূল।
সোমবার রেড রোড থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করেন তিনি।মঙ্গলবারও দুপুর ১টা নাগাদ যাদবপুরের ৮-বি বাসস্ট্যান্ড থেকে মিছিল করে ভবানীপুরের যদুবাবুর বাজার পর্যন্ত যান। সেখানে তিনি বলেন, আমরা এই এই রাজ্যে নয়া নাগরিকত্ব আইন কার্যকর করতে দেব না।
বুধবার অনুষ্ঠানের শুরুতেই অন্য দু’দিনের মতোই শপথবাক্য পাঠ করান মমতা বন্দ্যোপাধ্যায়। শপথের মূল কথা হলো-কাউকে বাংলা ছাড়তে হবে না। কাউকে দেশ ছাড়তে হবে না।