অবতক খবর,২২ জুলাইঃ নসিপুর আজিমগঞ্জ রেলওয়ে ব্রিজ পরিদর্শন করলেন কংগ্রেস সংসদীয় দলের নেতা তথা পি এস সি চেয়ারম্যান অধীর চৌধুরী ও রেলের শিয়ালদহ শাখার চিফ ইঞ্জিনিয়ার অনিল কুমার। শনিবার দুপুরে প্রথমে মুর্শিদাবাদ রেলওয়ে স্টেশন ও তারপর রেলওয়ে আধিকারিকদের সঙ্গে রেলওয়ে ব্রীজ পরিদর্শন করেন।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কম দূরত্বের যোগাযোগের মাধ্যম এই নসিপুর রেল ব্রিজ। দীর্ঘ জমি টানা পড়নের জেরে ভাগীরথীর উপর রেল ব্রিজ নির্মাণ হলেও সেখানে রেলের লাইনে কাজ সম্পন্ন হয়নি। সেই জমি জট কেটে সেই কাজ সম্পন্নের পথে। সেই কাজ আগামী তিন থেকে চার মাসের মধ্যে সম্পন্ন হয়ে যাবে।