সুদেষ্ণা মন্ডল :: অবতক খবর :: ১লা ডিসেম্বর :: দক্ষিণ ২৪ পরগনা :: পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গৃহকর্তাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়।ওই দিন রাতে সুব্রত কুইল্লা নামে ওই গৃহকর্তাকে গ্রেফতার করে পুলিশ।
ওই পরিচারিকার অভিযোগ, প্রায় বছর কুড়ি ওই বাড়িতে তিনি কাজ করছেন। সোমবার বাড়ির একতলায় যখন তিনি কাজ করছিলেন। ওই সময় সুব্রত তাকে জোর করে ঘরে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণ করে।
শুক্রবার সন্ধ্যায় ওই নির্যাতিতা থানায় এসে সুব্রতর বিরুদ্ধে শ্রীলতাহানি ও ধর্ষণের অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেতে বেসরকারি মোবাইল সংস্থায় কর্মী সুব্রতকে গ্রেপ্তার করে পুলিশ।