অবতক খবর, সংবাদদাতা :: দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার চারবারের বিধায়ক শ্রী দিলীপ মন্ডল মহাশয় গতকাল নমিনেশন ফাইল করার পরই আজ সকাল থেকে ঝাঁপিয়ে পড়লেন প্রচারে। চট্টা কালিকাপুর বাস স্টান্ড থেকে মিছিল শুরু করে রামেশ্বরপুর চিংড়িপোতা হয়ে মহিষগোট ব্রিজ প্রায় 10 কিলোমিটার রাস্তা কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে রোডশো করলেন বিধায়ক দিলীপ মন্ডল।

সংবাদমাধ্যমকে জানান খেলা হবে । উন্নয়নের খেলা হবে। আরো বলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো প্রণাম জানাবো আমাকে পঞ্চমবারের জন্য সুযোগ দিয়ে দায়িত্ব বাড়িয়ে দিলেন বলে ।

আমি আশা করছি আমাদের কর্মীদের নিয়ে বিভিন্ন প্রোগ্রাম মাধ্যমে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বিষ্ণুপুর বিধানসভার বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরল বিধায়ক দিলীপ মন্ডল