আজ সাত নভেম্বর। ঐতিহাসিক নভেম্বর বিপ্লবের সূচনা। দুনিয়া কাঁপানো দশ দিনের মহান যাত্রা…

নভেম্বর কথা বলে
তমাল সাহা

এক)
পথ ও‌ শপথ

মহান নভেম্বর বিপ্লব
দেখায় পথ।
বিপ্লব তো যুদ্ধের শপথ!

দুই)
আগমনী

দেখো আকাশে
লাল সূর্য হাসে।
সাত নভেম্বর
তুমি আমার পাশে–
নভেম্বর বিপ্লব আসে।

তুমি তাকাও আমার দিকে
আমি চেয়ে থাকি তোমার দিকে
ভালোবেসে!

তিন)
বিজয়

নভেম্বর বলে, শোনো!
লড়াইটা খুব সহজ নয়
প্রস্তুতি নিতে শুরু করো।

জয় তো নিশ্চিত–
আগে মনে
আগুন জড়ো করো।

চার)
শিক্ষক নভেম্বর

নারী-পুরুষ তো লিঙ্গ বৈষম্য
আমি লড়াকু মজুর এইটুকুই জানি।
নভেম্বর ছাড়া পথ কোথায়
দেখাতে পারলে কেউ
তাকে শিক্ষক বলে মানি।

পাঁচ)
তুমি

তুমি আমাদের কাছে
আসবে কোনদিন
নভেম্বর বিপ্লব হাতে
কমরেড লেনিন?

ছয়)
রস্তুতি

হে ভারতবর্ষের জনতা!
প্রস্তুত থাকো একশো ত্রিশ কোটি।

পোস্টম্যান বলে গেছে,
শিগগিরই পৌঁছে দেবে–
নভেম্বর বিপ্লবের চিঠি।