নভেম্বর এসেছে
তমাল সাহা
১) লেনিন মিছিল
নভেম্বর ঘুরে ফিরে আসে
তাকে আসতেই হয়।
এর সঙ্গে জড়িয়ে গেছে
মানুষের জীবন, লড়াইয়ের জয়।
হাতে হাতে ঘোরে দুর্জয় লেনিন
দেখো, মিছিলে মিশে গেছে
নবীন, প্রবীণা, প্রবীণ!
হৃদয় জুড়ানো লেনিন
হয় না প্রাচীন!
২) ভরসা
আমরা খেতে পাই
আর না পাই
আছি তোমার ভরসায়…
আমাদের দৃঢ় বিশ্বাস
আমরা খেতে পাবোই একদিন
মেহনতের দাম পাবো প্রতিদিন।
সব ছেড়ে দিতে পারি
তোমাকে ছাড়তে পারি না
কমরেড লেনিন!
কেন পারি না কে জানে?
কি যাদু আছে তোমার নামে!
৩ ) জাগো,ওঠো
কত ঘটনা ঘটে বারোমাস।
নভেম্বর ডেকে বলে,
এটা তো বিপ্লবের মাস।
জাগো,উঠতে হবে ভোরে
ফ্ল্যাগে ফেস্টুনে মিছিলে যাবেনা!
স্যালুট জানাবে না লেনিন স্কোয়ারে?
জাগো! জাগো! সর্বহারা।
দুনিয়ায় কে আছে আর
মেহনতি ছাড়া!