এক কথিত সাধকের জন্মদিনকে স্মরণ করে

নব বাণী
তমাল সাহা

আমার নারীতে অত্যন্ত আসক্তি
দেবী-দ্বিজায় চরম ভক্তি।

রণে বনে জঙ্গলে
রাষ্ট্রীয় ময়দানে
পাচারের ক্ষণে
বগটুই দহনে
হাঁসখালি ধর্ষণে
প্রজন্মের ভবিষ্যত নিধনে
চাকরি বিক্রিকরণে
রেশনের চাল ভক্ষণে
যখনই তুমি বিপন্ন
আমারে ভাবিও মনে
আনিও মোর মুখশ্রী নয়নে
আমি সত্বর পৌঁছাইব সেইখানে
ভয় নাই বাছা! কাটমানি চয়নে।

মাথানত আমি দেহ অবনমনে
শ্বেতশুভ্র পরিধেয় বসনে
তোমার সাদা-নীল হাওয়াই শোভিত
ওই দুটি শ্রীচরণে।