অবতক খবর,১৫ জানুয়ারি: নব পরিবর্তন ধারার রাজ্য মেধা তালিকায় অষ্টম স্থান পেয়ে গ্রামকে তাক লাগিয়ে দিল বর্ণিতা সেন । তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের হেলাপাকরি তিন নং বই কুর গৌড় গ্রাম । বর্ণিতার সাফল্যে তার পরিবারসহ শিক্ষক শিক্ষিকা এবং পাড়াপড়শিরা বেজায় খুশি । তবে বর্ণিতার ভবিষ্যতে আইপিএস অফিসার হওয়ার ইচ্ছা রয়েছে।

জানা গেছে ,নব পরিবর্তন ধারা নামক সংগঠনটির তত্ত্বাবধানে ২৯ সেপ্টেম্বর রাজ্য ব্যাপী মেধা অন্বেষণের জন্য একটি পরীক্ষার আয়োজন করা হয় । রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী সেই পরীক্ষায় অংশগ্রহণ করে । ৩১ ডিসেম্বর অনলাইন মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় । সেখানে ১০০’র মধ্যে ৯৩ নাম্বার পেয়ে রাজ্যে অষ্টম স্থান অধিকার করে ।

জানা গেছে , বর্ণিতা ময়নাগুড়ির এক গ্রাম থেকে পড়াশোনা করছে। তার বাবা, নিজস্ব দোকানে সারাদিন থাকেন তিনি, এমন একটি পরিবার থেকে মেধা পরীক্ষায় রাজ্য সেরা হয়ে গ্রামে নজির গড়েছে বর্ণিতা । মর্নিং ডিউ নার্সারি স্কুল থেকে সে এখন তৃতীয় শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান , বর্ণিতা বরাবর ভালো ফল করে । বর্ণিতার এমন সাফল্যে তার পরিবারের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও আনন্দিত ও গর্বিত ।