অবতক খবর,১৬ ডিসেম্বর,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:নবান্ন উপলক্ষে ঠাকুর বিসর্জনের সময় অশান্তি ও মারপিটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ ‌ ধৃত বাবু ঘোষ, বকুল ঘোষ ওরফে গোকুল এবং কলেজ ঘোষ বামুনপাড়া এলাকার বাসিন্দা। থানা সূত্রে জানা গিয়েছে, দিন দুইয়েক আগে বামুনপাড়া এলাকায় নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। ঠাকুরও আসে।

রবিবার সন্ধ্যায় এই ঠাকুর বিসর্জনের সময় বাবু ঘোষের বাবা লালু ঘোষ কে মারধরের অভিযোগ ঘটে গোকুল ও কলেজের বিরুদ্ধে। মারধরে তার মাথাও ফাটে। তাকে প্রথমে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আঘাত গুরুতরে থাকায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এরপর বাবুর সাথেও এক দফা মারামারির ঘটনা ঘটে। উভয় পক্ষই থানায় অভিযোগ জানায়। পুলিশ জানায় , উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ।
ধৃত তিনজনকেই আজ কালনা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।