অবতক খবর,২২ জুলাইঃ বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজ দলীয় কার্যালয়ের সামনে থেকে দলের নেতাকর্মীরা একটি র‍্যালি বের করেন।

তাদের দাবি, আজ নবাগত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  হয়েছেন।এই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হওয়ায় খুশি বিজেপি নেতৃত্ব।তারই জন্য এই র‍্যালি।বিজেপি নেতৃত্বরা আবির খেলে পথচারীদের মধ্যে লাড্ডু বিতরণ করলেন। বিজেপি নেতৃত্বরা বসিরহাট ইটিন্ডা রোড মাটিনবান রোড শহর মার্টিন বান রোড হয়ে দলীয় কার্যালয়ে এই রেলি শেষ হয়।