অবতক খবর,৩০ মার্চ:  রবিবার নবরাত্রি স্নানের দিন সকালবেলা কাঁকিনারা গঙ্গার ঘাটে বিশ্ব প্রতাপ দাস নামে ২০ বছরের এক যুবকের গঙ্গায় তলিয়ে যাওয়ায় ঘটনা ঘটলো। পরিবারের দাবি সকাল বেলা বন্ধু দের সাথে গঙ্গায় স্নান করতে আসে। তারপর থেকে খোঁজ মিলছে না যুবকের।

পরিবারের লোক গঙ্গার ঘাটে এসে খোঁজাখুঁজি করে যুবকের একটি জামা পায়। তারপর থেকে দুশ্চিন্তায় পরিবারের লোক জন। এই ঘটনার পর কাঁকিনারা গঙ্গার ঘাটে এসছে ভাটপাড়া থানার পুলিশ।