অবতক খবর,২৯ সেপ্টেম্বরঃ দীর্ঘ বছর ধরে বাস দক্ষিণেশ্বর রেল স্টেশন সংলগ্ন এই বস্তি এলাকায়। প্রায় ৮০০ এর বেশি পরিবারের বাস এই এলাকা জুড়ে। প্রায় ২৫০০ ভোটার রয়েছে এই এলাকায়। যাদের পরিচয় পত্র রয়েছে দক্ষিণেশ্বর রেল বস্তি এলাকার নামে। ৭০ – ৮০ বছরের বেশি সময় ধরে এলাকায় বসবাস করলেও বার বার এলাকা থেকে উঠে যাওয়ার কথা জানানো হচ্ছে রেলের আধিকারিকদের পক্ষ থেকে। এই নিয়ে নবম বার রেল বস্তি উচ্ছেদ করতে এসে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে ফিরে যেতে হয় । পুনর্বাসনের ব্যবস্থা না করে এলাকা থেকে উচ্ছেদ করা যাবে না বলে দাবি বিক্ষোভকারীদের। তবুও এই দাবি মানতে নারাজ রেলের আধিকারিকেরা।
রাজ্য সরকারের ঘোষণা অনুয়ায়ী বিনা পুর্নবাসনের ব্যবস্থা না করে এলাকা থেকে উচ্ছেদ না করার কথা জানালেও এই কথা মানতে নারাজ রেলের আধিকারিকেরা। এদিন রেলের আধিকারিকেরা দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে এলে গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসীরা।
এমন কি রেলের আধিকারিকেরা দক্ষিণেশ্বর রেল বস্তি এলাকার মানুষদের বোঝানোর চেষ্টা করলেও পূর্বনবাসনের কথা ছাড়া বিক্ষোভ থেকে সরে যেতে চান না বলে স্পষ্টতই জানিয়ে দেন রেলের আধিকারিকদের।
কেউ ভ্যান চালায়। কেউ দিন মজুরের কাজ করেন। কেউ আবার সবজি বিক্রি করে সংসার চালায়। এই ভাবে বার বার রেলের আধিকারিকেরা দক্ষিণেশ্বর রেল বস্তি উচ্ছেদ করতে আসা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসীরা।