১লা ফেব্রুয়ারী: শ্যামনগর নিবাসী বিশ্বজিৎ চন্দ ও তাঁর স্ত্রী মৌসুমী চন্দ পাল তাদের কনিষ্ঠ মেয়ের জন্মদিন পালন করলেন শুক্রবার দুপুরে নিউ বারাকপুর পুরসভা পরিচালিত স্নেহের বন্ধন আবাসনে আবাসিক দের সাথে। প্রায় তিরিশ জনের মতো গৃহহীন মানুষ ঠাই নিয়ে আবাসিক হিসেবে রয়েছে।
তাদের মধ্যাহ্ন প্রীতি ভোজের সুব্যবস্থা করলেন এই দম্পতি। উল্লেখ্য ২০২৩ সালে বিশ্বজিৎ বাবুর মেয়ে খুন হন নিউ দীঘায়। সেই মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। তারপর থেকে সেই কেসে তদানীন্তন তদন্ত কারী অফিসার সুমিত কুমার বৈদ্যের সাথে এক আত্মীক সুসম্পর্ক গড়ে ওঠে বিশ্বজিৎ বাবুর।
তাই বিশ্বজিৎ মৌসুমী দম্পতি বর্তমান নিউ বারাকপুর থানার বড় বাবুর সাহচর্যে পরামর্শে তার ছোট মেয়ের জন্মদিন পালন করলেন নিউ বারাকপুর স্নেহের বন্ধন আবাসনে। আবাসিক দের পাশে দাঁড়িয়ে তাদের মুখে সামান্য হাঁসি ফোঁটাতে পেরে দম্পতিরা খুশি ও আনন্দিত ।