অবতক খবর,৫ জানুয়ারি: নববারাকপুরের বহুমুখী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন সুহৃদ সংঘের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে রবিবার সকালে এক বর্ণাঢ্য বর্নময় সুসজ্জিত শোভাযাত্রা এলাকায় আলোড়ন ফেলে দেয়। সংঘ প্রাঙ্গণ থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা শেষ হয় সংঘ প্রাঙ্গণে।
শোভাযাত্রায় ছিল পশ্চিম মেদিনীপুরের আদিবাসী সাঁওতালী নৃত্য, ধামসা মাদল মহিলা ঢাকী ট্যাবলো, পরিবেশ সচেতনতার প্লাকার্ড সহ সংঘের নৃত্য বিভাগের কচিকাচারা। সংঘের প্রাক্তন বর্ষীয়ান ও বর্তমান সদস্যরা অংশগ্রহণ করে শোভাযাত্রায়।