অবতক খবর,১২ জানুয়ারি: শনিবার দুপুরে নববারাকপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী মহাজাতি পরিষদের অত্যাধুনিক ক্রীড়াঙ্গনের শুভ উদ্বোধন করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। ফিতে কেটে ক্রীড়াঙ্গনের শুভ সূচনার পাশাপাশি শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে এদিন আন্ডার আর্ম দিন রাতের দুদিনের ক্রিকেট টুর্নামেন্টের ও শুভ সূচনা করেন পুরপ্রধান।

পুরপ্রধান বলেন খুব আনন্দের দিন। একটা সুন্দর মাঠ তুলে ধরা হল। নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে সুন্দর সবুজ মাঠ থেকে। ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি তথা উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, সমাজসেবী মৃদুলা সাহা, সংঘ সভাপতি স্বপন চক্রবর্তী, সম্পাদক শম্ভুনাথ চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক চিন্ময় সিকদার, থানার আইসি সুমিত কুমার বৈদ্য, সংঘের অন্যতম সুমন কুমার দে, মানিক দাস, বাপি চক্রবর্তী সহ একঝাঁক পুর প্রতিনিধি।

চেয়ারম্যান এবং থানার আইসি মাঠে নেমে ব্যাট ও করলেন। বল করলেন ভাইস চেয়ারম্যান সহ থানার আধিকারিকরা। একটা সুন্দর সবুজ মাঠে চারিদিকে প্রাচীর ঘেরা প্রাঙ্গণে আন্ডার আর্ম ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে এলাকাবাসীর উদ্দীপনা ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।