অবতক খবর,১৫ নভেম্বর,নববারাকপুর : বৃহস্পতিবার সকালে চিরবন্ধু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে নববারাকপুর হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী দের পড়ুয়াদের নিয়ে হল শিশু দিবস উদযাপন। চিরবন্ধু বারাসতের একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন।

বিভিন্ন সামাজিক কর্মকান্ডের দ্বারা সমাজের উপর ছাপ ফেলে চলেছে একের পর এক। এই বছর শিশু দিবস উপলক্ষে নববারাকপুর হরিপদ বিশ্বাস প্রতিবন্ধী বিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন, মানসিক এবং শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মধ্যাহ্ন প্রীতি ভোজ আয়োজিত হয় বিদ্যালয়ে গৃহে।

এবছরের শিশুদিবসটিকে একটু অন্যরকম ভাবে পালন করা হল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোর মুখে হাসি ফোঁটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত হলাম। এই সামান্য প্রয়াস মাত্র। জানান সংস্থার সম্পাদক রাজীব চক্রবর্তী।