অবতক খবর,৪ জানুয়ারি: নববারাকপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ড উৎসব সমন্বয় কমিটির উদ্যোগে স্থানীয় অফিস ব্লক প্রাঙ্গণে ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি সন্তান ও তাদের মায়েদের সন্মানিত করার পাশাপাশি বেঙ্গল স্তরে ক্রিকেট, ক্যারাটে দাবা আর্টে ছেলে মেয়েদের উৎসাহিত করতে সন্মানিত করা হয় ।
চলে বর্ষবরণ উদযাপন।উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্থানীয় পুর প্রতিনিধি কৃষ্ণা বোস, নববারাকপুর থানার আইসি সুমিত কুমার বৈদ্য, আইএএস নারায়ণ চন্দ্র সরকার সহ এক ঝাঁক পুর প্রতিনিধি ও ওয়ার্ডের বিশিষ্ট জনেরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে বহিরাগত শিল্পী সমন্বয়ে সংগীতানুষ্ঠান শ্রোতাদের মন জয় করে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উৎসব সমন্বয় কমিটির পক্ষে সৌমিক বোস, অনির্বাণ দত্ত এবং হিমাদ্রি বোস। কৃতি পড়ুয়া ও তাদের মায়েদের উৎসাহ প্রদানের পাশাপাশি স্থানীয় ও বহিরাগত খ্যাতনামা শিল্পী সমন্বয়ে হয় বিরাট সংগীতানুষ্ঠান।