অবতক খবর,৯ নভেম্বর,নববারাকপুর: বিজয়া উপলক্ষে নববারাকপুর পুরসভার ১নং ওয়ার্ড কমিটির উদ্যোগে শনিবার হল মিলন উৎসব।স্হানীয় পূর্বাঞ্চল দুর্গাপুজা প্রাঙ্গণে ২৮ তম বর্ষের মিলন উৎসবে এলাকার সহ বহিরাগত জনপ্রিয় খ্যাতনামা সংগীত শিল্পীরা সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে এদিন। পাশাপাশি এলাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সকল কৃতি পড়ুয়া সহ মায়েদের ও সংবর্ধিত করা হয় এদিন।উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ অধ্যাপক সৌগত রায়, পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, স্হানীয় পুর প্রতিনিধি হৃষিকেশ রায়, দেবাশিস মিত্র, প্রাক্তন পুর প্রতিনিধি পূর্ণিমা রায়, ডাঃ চন্দন চট্টোপাধ্যায়, কবি মেঘমালা বসু, সমাজসেবী তপন দাস, অসিত ভট্টাচার্য সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।সাংসদ সৌগত রায় বলেন নববারাকপুরে সাংস্কৃতিক আবহাওয়া আছে। সুন্দর কৃষ্টি অডিটোরিয়াম রয়েছে ।গান বাজনা থিয়েটার খুব ভালো হয়। নিউ বারাকপুর পুরসভার শ্রেষ্ঠ পুষ্প প্রদর্শনী।পাড়ায় পাড়ায় ছেলে মেয়েরা অনুষ্ঠানে আবৃত্তি গানে অংশগ্রহণ করছে। সামগ্রিক পরিবেশকে রক্ষা করতে হবে। ধরে রাখতে হবে।নববারাকপুর পুরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর হৃষিকেশ কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসায় নববারাকপুরে তৃণমূল কংগ্রেস শক্তিশালী হয়েছে। পলিটিক্সে ভালো ছেলেরা আসছে না নিঃস্বার্থ ভাবে। হৃষি পুরনো সমাজের লোক। এখনও কিছু আদর্শ মূল্যবোধ রয়েছে। এরা মানুষের জন্য কাজ করবে। খুব ভালো আনন্দ হোক। অনুষ্ঠান হোক। আসতে পেরে খুব খুশি হয়েছি। পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন পুরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডে একটা ট্রাডিশন রয়েছে। বিজয়া উপলক্ষে মিলন উৎসবের।কখনো সরোজ মুখোপাধ্যায় আবার সেই ৯৫ সাল থেকে প্রাক্তন পৌরমাতা পূর্ণিমা রায় উদ্যোগে ধারাবাহিক ।দীর্ঘ ২৮ বছর ধরে। অত্যন্ত ভালো উৎসব। কৃতী সন্তান দের সাথে মায়েদের ও সন্মানিত করছে। যত করতে পারব তত ভালো। কৃতী পড়ুয়াদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই কামনা করেন পুরপ্রধান। এদিন এলাকার ছোট থেকে বড়ো প্রতিভাবান শিল্পীরা সংগীত নৃত্য আবৃত্তি পরিবেশন করেন। বিশেষ আকর্ষণ সারেগামাপা খ্যাত স্বনামধন্য সংগীত শিল্পী রূপকথা মুখার্জি এবং জিৎ সরকারের সংগীতানুষ্ঠান এলাকাবাসীর মন জয় করে স্বর্ণালী সংগীত সন্ধ্যায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ১নং ওয়ার্ডের পুর প্রতিনিধি হৃষিকেশ রায় এবং ওয়ার্ডে কমিটির সম্পাদক নিখিল রঞ্জন বসু।
BARRACKPORE