Aabtak Khabar,30 MAY,নববারাকপুর : বৃহস্পতিবার দুপুরে নববারাকপুর পুরসভার মা ক্যান্টিন এর পাঁচ বছর পদার্পন উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মঙ্গলদ্বীপ প্রজ্বলন করার পর মা ক্যান্টিন এর দীর্ঘ পথ চলার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সম্মানিত করেন মন্ত্রী। মন্ত্রী বলেন কেউ যেন হীনমন্যতায় না ভোগেন সেই দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নামকরণ করেছেন মা ক্যান্টিন। অর্থাৎ মায়ের স্নেহের আচলে সবাই থাকেন।

মা যদি কারো মুখে অন্ন না তুলে দিতে পারেন তার থেকে সবচেয়ে দুঃখ মায়ের কাছে আর কিছু থাকে না। তাই মুখ্যমন্ত্রী নামকরণ করেছেন মা ক্যান্টিন। মাত্র পাঁচ টাকায় ডিম ভাত সব্জি ডাল। ২০২১ সাল থেকে ১২৮ টি পুরসভাতেই চলছে মা ক্যান্টিন দুপুরে আহার পরিষেবা প্রদান। নববারাকপুর পুরসভার মা ক্যান্টিন এর পাঁচ বছর পদার্পন উদযাপন অনুষ্ঠানে এসে কৃষ্টি প্রেক্ষাগৃহের সংলগ্ন শেডের অস্থায়ী মঞ্চে উপস্থিত থেকে কথা গুলি বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

মা ক্যান্টিন নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ের স্নেহের আচলে সকল মানুষকে প্রতিপালন করতে হবে। এটা মনে রাখবার জন্য নামকরন করেছেন মা ক্যান্টিন। পৃথিবীর কোথাও এই ধরনের প্রকল্প পাওয়া যায় না। আর কেউ এভাবে মানুষের পাশে থাকে না। নববারাকপুর মা ক্যান্টিন থেকে প্রতিদিন পাচশ থেকে ছয়শ মানুষ দুপুরের আহার পান।উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক, বড়ো বাবু দেব প্রসাদ রাহা, এনইউএলএম সিটি ম্যানেজার ড. তপন কুমার জানা, সমাজসেবী মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের পুর প্রতিনিধি ।এদিন মা ক্যান্টিন এর স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের সম্মানিত করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।