অবতক খবর,১৫ ডিসেম্বর,নববারাকপুর : নববারাকপুর পুরসভার ২৮ তম বর্ষের পুষ্পপ্রদশর্নী উপলক্ষে বিরাট বসে আঁকো প্রতিযোগিতা ঘিরে খুদে থেকে বড় দের উন্মাদনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রবিবার সকালে স্থানীয় নববারাকপুর কলোনী উচ্চ বালক বিদ্যালয়ে প্রাঙ্গণে হল বসে আঁকো প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা অংশগ্রহণ করে ভিন্ন রং তুলি পেনসিল নিয়ে।

পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা বলেন পুরসভার পুষ্পমেলা ও প্রদর্শনী তৎসহ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান শহর জুড়ে একটা সাংস্কৃতিক উৎসব। এই উপলক্ষে বিরাট সংগীত নৃত্য আবৃত্তি বসে আঁকো মহিলাদের শঙ্খ ধ্বনি বাজানো সহ নানাবিধ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিশু কিশোর দের সুপ্ত প্রতিভা বিকশিত করতে এই প্রতিযোগিতার আয়োজন। সফল প্রতিযোগীদের উৎসাহিত করতে পুষ্পমেলার মূল মঞ্চে পুরষ্কৃত করা হয়। ছিলেন বিচারক গন, পুরসভার হেডক্লার্ক দেব প্রসাদ রাহা সহ দায়িত্ব প্রাপ্ত পুরকর্মী রা।