অবতক খবর,৩০ নভেম্বর,নববারাকপুর :বাংলা ভাষায় বিঞ্জান চর্চা নিয়ে লেখায় যে সব বিঞ্জান মনীষী অবদান রেখে গেছেন তাদের মধ্যে অন্যতম আচার্য জগদীশ চন্দ্র বসু। পরাধীন ভারতে আধুনিক বিঞ্জান চিন্তনের অন্যতম দিশারী ছিলেন জগদীশ চন্দ্র বসু।শনিবার সকালে নববারাকপুর পুরসভার উদ্যোগে আচার্য জগদীশ চন্দ্র বসুর ১৬৭ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি ঞ্জাপন করা হল পুরসভার ৫নং ওয়ার্ডের বড় বটতলায় জগদীশ বসু উদ্যানে।
জগদীশ চন্দ্র বসুর মর্মর মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুরসভার স্হানীয় পুর প্রতিনিধি নির্মিকা বাগচী, পুরসভার বড় বাবু দেব প্রসাদ রাহা, অধ্যাপক স্বপন কুমার সিনহা,ওয়ার্ড কমিটির পক্ষে দেবব্রত সিনহা, শম্ভু নাথ মন্ডল, পুর আধিকারিক প্রশান্ত চট্টোপাধ্যায়, সহ ওয়ার্ডের ও পুরসভার পুরকর্মীরা।পুর প্রতিনিধি নির্মিকা বাগচী বলেন পুরসভার উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দেখানো পথে শহরে ঋষি মনীষিদের জন্মদিন পালন করা হচ্ছে।
তারই পদক্ষেপ হিসেবে আচার্য জগদীশ চন্দ্র বসুর জন্মদিন পালন করা হল। তাকে শ্রদ্ধা জানাতে পেরে নিজেরা গৌরবান্বিত হলাম। এই ভাবেই নববারাকপুর শহরে ঋষি মনীষিদের জন্মদিন ও মৃত্যু দিনে স্মরণ করা হলে পরবর্তী প্রজন্ম শিখবে এবং জানবে। মনীষিরা কি কাজকর্ম করেছেন এবং তাদের অবদান তুলে ধরলে পরবর্তী প্রজন্ম উজ্জীবিত হবে। ভারতীয় ঐতিহ্য সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। সেই ঐতিহ্য কে ফিরে পেতে শহরে ঋষি মনীষিদের স্মরণ করতে হবে। অবশ্যই কৃতিত্ব নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার। পুরপ্রধান এবং বোর্ড অফ কাউন্সিলরস দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মোতাবেক শহরে ঋষি মনীষিদের জন্মদিন পানল।
জগদীশ চন্দ্র বসুর চিন্তাধারা বিঞ্জান কে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। গর্বিত একজন মনীষির জন্মদিন পালন করে তাকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানান হল। গাছের ও যে প্রাণ আছে তার আবিষ্কার আচার্য জগদীশ চন্দ্র বসু। তাঁর গড়া বসু বিঞ্জান মন্দিরে আজকের বিশ্বের বিঞ্জান প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণা চলছে।আবিষ্কার করেছেন একটি গাছ একটি প্রাণ।আগামী প্রজন্মের কাছে বার্তা বিশ্ব উষ্ণায়ন রোধে গাছ লাগাতেই হবে। একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে। তাহলে পৃথিবীকে ধ্বংসের মুখ থেকে বাঁচাতে পারব।
বিঞ্জানী জগদীশ চন্দ্র বসুর জন্মদিবসে এই বার্তা পুর প্রতিনিধি থেকে সকলের।প্রভাতী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন পুর আধিকারিক প্রশান্ত চট্টোপাধ্যায় ।