অবতক খবর,৭ জানুয়ারি,নববারাকপুর :শীত পড়তেই শুরু হয়ে যায় জেলার বিভিন্ন পুরসভা গুলিতে পুষ্পমেলা। শনিবার বিকেলে নববারাকপুর পুরসভার উদ্যোগে স্থানীয় বিবেকানন্দ ক্রীড়াঙ্গনে শুরু হল ২৭ তম বর্ষের পুষ্পমেলা ও প্রদর্শনী প্রতিযোগিতা তৎসহ বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান।বিকেলে কৃষ্টি প্রেক্ষাগৃহের সামনে থেকে এক সুসজ্জিত বনার্ঢ্য শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় পুষ্পমেলা প্রাঙ্গণে ।

নববারাকপুরর রূপকার কর্মবীর হরিপদ বিশ্বাসের মূর্তিতে মালা ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে ফিতে কেটে পুষ্পমেলার দ্বারোদঘাটন করলেন।উপস্থিত ছিলেন পুরসভার উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন ।মঙ্গলদ্বীপ প্রজ্বলন করে পুষ্পমেলার উদ্বোধন করেন সাংসদ সৌগত রায়। উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস, পুর পারিষদ সদস্য দেবাশিষ ঘোষ, মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ, খড়দহ পুরসভার চেয়ারম্যান নীলু সরকার, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী সহ বিভিন্ন পুরসভার পুরপ্রধান, উপপুরপ্রধানরা।কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন পুরসভা থেকে রং বেরঙের বাহারি গোলাপ,গাদা, একডালিয়া,সূর্যমুখী, চন্দ্র মল্লিকা,ক্যাকটাস এর পাশাপাশি ফল সবজি স্থান পেয়েছে পুষ্পমেলা ও প্রদর্শনীতে। এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন পলাশ এবং পলাক মুচ্ছল।নববারাকপুর পুষ্পমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে প্রথম দিনেই শহর জুড়ে উদ্দীপনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।